Begin typing your search above and press return to search.
ইভিএমে অসঙ্গতির অভিযোগের তদন্তে আজ রাজ্যে আসছে ইসি-র উচ্চ পর্যায়ের প্ৰতিনিধিদল

গুয়াহাটিঃ শাসক দলের সরকারের বিরুদ্ধে ইভিএম(ইলেকট্ৰনিক ভোটিং মেশিন)অসঙ্গতি সংক্ৰান্ত অভিযোগের তদন্ত করতে নির্বাচন কমিশন উচ্চ পর্যায়ের একটি আধিকারিক দলকে বুধবার অসমে পাঠাচ্ছে। অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির(এপিসিসি)সভাপতি রিপুন বরা মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে নির্বাচনের সময় ইভিএমে অসঙ্গতি সহ নির্দিষ্ট কিছু অভি্যোগ করেন রাজ্য সরকারের বিরুদ্ধে।
নির্বাচন কমিশনের দরবারে একটি স্মারকপত্ৰ পেশ করে বরা অভিযোগ করেন,২৮ এপ্ৰিল রাত প্ৰায় ১০-৩৫ নাগাদ অব্যবহৃত ইভিএম মেশিন লোড করা বেশকটি ট্ৰাক কামরূপের জেলাশাসকের(গ্ৰামীণ)আমিনগাঁও স্থিত কার্যালয়ে এসে পৌঁছয়। গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের অধীন বেশকটি বিধানসভা কেন্দ্ৰে ভোটের সময় ব্যবহৃত ইভিএম মেশিনও আমিনগাঁওয়ে স্ট্ৰংরুমে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন স্মারকপত্ৰে।
Next Story