ইভিএম ও ভিভিপিএটি মেশিন ৫১টি স্ট্ৰংরুমে রাখা হলো ত্ৰিস্তরীয় নিরাপত্তায়

ইভিএম ও ভিভিপিএটি মেশিন ৫১টি স্ট্ৰংরুমে রাখা হলো ত্ৰিস্তরীয় নিরাপত্তায়
Published on

গুয়াহাটিঃ রাজ্যে তিন দফার লোকসভা নির্বাচনে ব্যবহৃত ইলেকট্ৰনিক ভোটিং মেশিনস(ইভিএম)এবং ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্ৰ্যালস(ভিভিপিএটি)৫১টি স্ট্ৰংরুমে রাখা হয়েছে। নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতাকারী মোট ১৪৫ জন প্ৰার্থীর ভাগ্য এখন ইভিএম ও ভিভিপিএটি মেশিনে আবদ্ধ রয়েছে। এই স্ট্ৰং রুমগুলির জন্য ত্ৰিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। তাছাড়া ছব্বিশ ঘণ্টা সিসিটিভি সার্ভেইল্যান্সের এক্তিয়ারে রয়েছে এই স্ট্ৰংরুমগুলি।

ত্ৰিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা অনু্যায়ী কেন্দ্ৰীয় সংরক্ষিত পুলিশ বাহিনী(সিএপিএফ),রাজ্য পুলিশ স্ট্ৰং রুমগুলির পাহারায় থাকছে। রাজনৈতিক দলগুলির প্ৰতিনিধিরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে স্ট্ৰংরুমগুলির প্ৰতি নজর রাখতে পারবেন।

ভারতীয় নির্বাচন কমিশনের(ইসিআই)নির্দেশিকা অনু্যায়ী ইভিএম এবং ভিভিপিএটি মেশিনগুলি ৫১টি স্ট্ৰংরুমে সুরক্ষিত থাকছে ২৩ মে সকাল পর্যন্ত। এরপরই সেগুলি নিয়ে গণনার কাজ শুরু হবে।

রাজ্য নির্বাচন অফিসার এমসি সাহু দ্য সেন্টিনেলকে বলেন,ইসিআই-এর নির্দেশিকা অনু্যায়ী ৫১টি স্ট্ৰংরুমের সবকটিকে ত্ৰিস্তরীয় নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com