Begin typing your search above and press return to search.
ইম্ফলের গ্ৰামে বিয়ে বাড়িয়ে খেয়ে অসুস্থ ৩০০-র বেশি

ইম্ফলঃ মণিপুরের ইম্ফল পূর্ব জেলার একটি গ্ৰামে শুক্ৰবার সন্ধ্যায় এক বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার পর ৩০০-র বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়। থাউবল জেলার খানগাবক হাসপাতালে এদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্ৰ জানাচ্ছে,ওয়ানথৌ চিরুগ্ৰামের এই সব লোকের ভোজ খাওয়ার পর মাথা ব্যথা,উদরাময় ও দুর্বলতার শিকার হন।
Next Story