ইস্তফা দিলেন আরবিআইয়ের গভর্নর উর্জিত পটেল

ইস্তফা দিলেন আরবিআইয়ের গভর্নর উর্জিত পটেল
Published on

অবশেষে ইস্তফা দিলেন আরবিআইয়ের গভর্নর উর্জিত পটেল। দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে টানাপোড়েনের পর মঙ্গলবার ইস্তফার সিদ্ধান্ত নেন তিনি। এমনই জানাচ্ছে সংবাদসংস্থা রয়টার্স। যদিও ইস্তফার পেছনে ব্যক্তিগত কারণই দেখিয়েছেন তিনি।রিজার্ভ ব্যাঙ্ক এবং সরকারের মধ্যে বিরোধের খবর বেশ কিছু দিন ধরেই প্রকাশ্যে আসছিল। কেন্দ্রের সঙ্গে রিজার্ভ ব্যাংকের মূলত যে তিনটি বিষয়ে বিরোধ দেখা দিয়েছিল, তার মধ্যে অন্যতম হল তাদের হাতে থাকা সঞ্চিত অর্থ।

রিজার্ভ ব্যাংকের হাতে ৩.৬ লক্ষ কোটি টাকা অতিরিক্ত রয়েছে। সরকারের দাবি ছিল, ওই অর্থ ভোটের আগে উন্নয়নের কাজে লাগানো যেতে পারে। এ ছাড়াও আরও বেশি কিছু বিষয়ে বিরোধ ছিল চরমে। আরবিআইয়ের ডেপুটি কমিশনার বিরল আচার্য্য প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন আরবিআইয়ের কাজে হস্তক্ষেপ করছে সরকার। রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীন চরিত্রেও হস্তক্ষেপ করা হচ্ছে। এর পরই অর্থমন্ত্রক এবং শীর্ষ ব্যাঙ্কের মধ্যে বিবাদের খবর প্রকাশ্যে আসে।সংবাদ মাধ্যমেও প্রকাশ্যে উর্জিতের সমালোচনা করেছেন জেটলি। এর পরই উর্জিতের পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়।

সূত্রের খবর, গত মাসের মাঝামাঝিই পদত্যাগ করার জন্য মনস্থির করে ফেলেছিলেন উর্জিত। তবে, সে যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে চরম পদক্ষেপ থেকে বিরত থাকেন। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার কেন্দ্রকে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন তিনি।ইতিমধ্যেই উর্জিতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে দিয়েছে বিরোধীরা। লোকসভা নির্বাচনে ঠিক আগেই উর্জিতের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com