Begin typing your search above and press return to search.

ইয়াসিন মালিকের নেতৃত্বাধীন জেকেএলএফকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্ৰের

ইয়াসিন মালিকের নেতৃত্বাধীন জেকেএলএফকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্ৰের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 March 2019 1:51 PM GMT

শ্ৰীনগর/নতুনদিল্লিঃ মহম্মদ ইয়াসিন মালিকের নেতৃত্বাধীন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্ৰন্টকে(জেকেএলএফ)কেন্দ্ৰীয় সরকার শুক্ৰবার নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এদিকে হুরিয়াত কনফারেন্সের নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে আটক করা হয়েছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আ্যাক্টের(ফেমা)অধীনে। গিলানি জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে শামিল করার সুপারিশ করেছিলেন। অবৈধভাবে ১০ হাজার ডলার মার্কিন বিদেশি মুদ্ৰা সংগ্ৰহের আভিযোগে তাকে ফেমায় আটক করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)শুক্ৰবার এখবর জানিয়েছে।

জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ জিইয়ে রাখার জন্য জেকেএলএফকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করা হয়। সরকারি সূত্ৰ জানাচ্ছে মালিক বর্তমানে জম্মুর কট বালওয়াল জেলে বন্দি রয়েছেন। এরআগে কেন্দ্ৰীয় সরকার জামাত-ই-ইসলামি গ্ৰুপকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

বুধবার জম্মু কাশ্মীর গিলানির হেফাজত থেকে প্ৰচুর পরিমাণে বিদেশি মুদ্ৰা বাজেয়াপ্ত করে। তার বিরুদ্ধে ১৪.৪০ লক্ষ টাকা জরিমানা চাপানো হয়েছে-জানিয়েছে সংস্থাটি। গিলানির বিরুদ্ধে অবৈধভাবে সংগ্ৰহ করা বিদেশি মুদ্ৰা মম্পর্কে মামলাটির নিষ্পত্তি করা হয় গত ২০ মার্চ। শাস্তি হিসেবে তার বিরুদ্ধে ১৪.৪০ লক্ষ টাকা জরিমানা চাপানো হয়েছে বলে ইডি-র বিবৃতিতে প্ৰকাশ। গিলানির বিরুদ্ধে আয়কর বিভাগের অভি্যোগের পরই ইডি মামলাটি নিজেদের হাতে নেয়। সংস্থাটি বলেছে,আরও এক বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের হেফাজত থেকেও বিদেশি মুদ্ৰা উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধেও জরিমানা চাপানো হবে। মালিকের বিরুদ্ধে মামলার বিচার এগিয়ে চলেছে।

Next Story
সংবাদ শিরোনাম