গুয়াহাটিঃ কেন্দ্ৰীয় কৃষিমন্ত্ৰী গজেন্দ্ৰ সিং শেখাওয়াত ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দুগুণ করার লক্ষ্যে কঠোর পরিশ্ৰম করতে উত্তরপুবের রাজ্যগুলোর প্ৰতি আহ্বান জানান। সোমবার এখানে এক পাঁচতারা হোটেলে এঅঞ্চলের বিভিন্ন কৃষি প্ৰকল্প সম্পাদনের বিষয়ে এক পর্যালোচনা সভায় তিনি ওই নির্দেশ দেন।
উঃপুবে ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার নির্দেশ শেখাওয়াতের

Next Story