উগ্ৰতারা চুরি কাণ্ডঃ অভিযুক্তদের গুয়াহাটির সিজেএম কোর্টে হাজির করানো হলো

গুয়াহাটিঃ শতাব্দী পুরনো মহানগরীর উগ্ৰতারা দেবালয়ের চুরি যাওয়া বিগ্ৰহ গোলাঘাট পুলিশ উদ্ধার করার পর লতাশিল পুলিশ চুরিকাণ্ডে অভি্যুক্তদের আজ কামরূপের(এম)জেলা ও দায়রা বিচারপতির আদালতে হাজির করায়।
প্ৰচার মাধ্যমের রিপোর্ট অনু্যায়ী,ধৃতদের আদালতে হাজির করার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিগ্ৰহটি উদ্ধার করা হয়েছে অভিযুক্ত আদিলের বাড়ির পেছন থেকে। লতাশিল পুলিশ ইতিমধ্যেই বিগ্ৰহ তাদের হেফাজতে নিয়েছে।
উল্লেখ করা যেতে পারে উগ্ৰতারা মহোৎসব উপলক্ষে দেবী সতীর একটি নতুন বিগ্ৰহ মন্দিরে প্ৰতিষ্ঠা করার কথা। এদিকে গত ১মে উগ্ৰতারা মন্দিরের ব্যবস্থাপনা কমিটি প্ৰচার মাধ্যমকে জানিয়েছিল নতুন এবং পুরনো দুটো বিগ্ৰহই মন্দিরে প্ৰতিষ্ঠা করা হবে।
এর আগে গোলাঘাট পুলিশ এক অভিযান চালিয়ে মা উগ্ৰতারার বিগ্ৰহ ও অন্যান্য মূল্যবান অলঙ্কার উদ্ধার করতে সফল হয়,যা চোরের দল ২০১৮-র ১৭ নভেম্বর মন্দির থেকে চুরি করেছিল।