উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় বাজিমাত মফস্বলের

উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় বাজিমাত মফস্বলের
Published on

গুয়াহাটিঃ উচ্চ মাধ্যমিকে এবার তিন বিভাগেই শীর্ষস্থান দখল করেছে নগাঁও। মেধায় দ্বিতীয় স্থানে রয়েছে বরপেটা। গুয়াহাটি বাণিজ্যে দুটি ও বিজ্ঞানে ১টি স্থান পেয়েছে। পরীক্ষা দিয়েছিল ২,৫০,৭১৩। পাশকরেছে ১,৯৩,২৭৭ জন। পাশের হার কলায় ৭৪.৬৮,বাণিজ্যে ৮৪.৬৪ ও বিজ্ঞানে ৮৫.৭৪%।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com