Begin typing your search above and press return to search.
উচ্চ মাধ্যমিকে শীর্ষ স্থান পেয়ে হোজাইয়ের মুখ উজ্জ্বল করল অমর
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানে হোজাই আব্দুল হাসিব এইচএস স্কুল থেকে অমর সিং থাপা শীর্ষ স্থান দখল করে হোজাইয়ের জন্য গৌরব কুড়িয়ে আনলো। অমর ৫০০-র মধ্য ৪৮৬ নম্বর পেয়েছে। প্ৰাপ্ত নম্বরের হার ৯৭.২%। বিনোদ সিং থাপা ও ইন্দ্ৰাণী থাপার ছেলে অমর। অমর জানায় ভবিষ্যতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়।
Next Story