Begin typing your search above and press return to search.

উচ্চ মাধ্যমিকে শীর্ষ স্থান পেয়ে হোজাইয়ের মুখ উজ্জ্বল করল অমর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Jun 2018 12:47 PM GMT

উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানে হোজাই আব্দুল হাসিব এইচএস স্কুল থেকে অমর সিং থাপা শীর্ষ স্থান দখল করে হোজাইয়ের জন্য গৌরব কুড়িয়ে আনলো। অমর ৫০০-র মধ্য ৪৮৬ নম্বর পেয়েছে। প্ৰাপ্ত নম্বরের হার ৯৭.২%। বিনোদ সিং থাপা ও ইন্দ্ৰাণী থাপার ছেলে অমর। অমর জানায় ভবিষ্যতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়।

Next Story