উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগা্যোগ ব্যবস্থা চাঙ্গা করতে আগ্ৰহী জাপান

উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগা্যোগ ব্যবস্থা চাঙ্গা করতে আগ্ৰহী জাপান
Published on

শিলং: ভারতে নি্যুক্ত জাপানের রাষ্ট্ৰদূত কেনজি হিরামাটসু বুধবার বলেছেন,ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা চাঙ্গা করতে জাপান বিশেষ গুরুত্ব দিতে আগ্ৰহী। ‘আমাদের লক্ষ্য হচ্ছে উত্তর পূর্বে আন্তঃআঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাই নয় পড়শি বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গেও যোগাযোগ গড়ে তোলা’-বলেন তিনি।

জাপ রাষ্ট্ৰদূত এখানে তৃতীয় আন্তর্জাতিক চেরি ব্লুজম উৎসবে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন,উত্তর পূর্বাঞ্চল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার(আসিয়ান)দেশগুলির প্ৰবেশ দ্বার। তাই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা চাঙ্গা হলে অর্থনৈতিক ভিত শক্তিশালী হবে। এদিন চেরি ব্লুজম উৎসব উদ্বোধন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com