Begin typing your search above and press return to search.
উত্তরপূর্বাঞ্চলে আয়কর সংগ্ৰহের পরিমাণ বেড়েছে ২৮ শতাংশ

২০১৮-র ৩০ জুন অবধি উত্তর পূর্বাঞ্চলে আয়কর সংগ্ৰহের পরিমাণ ২৮ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির হার দিল্লির পর দ্বিতীয় সর্বোচ্চ। ক্যাটেগরি ১-এ মিনিরত্ন পিএসইউ এনআরএল এই অঞ্চলে সর্বোচ্চ করদাতা হিসেবে উঠে এসেছে। তারা ২০১৬-১৭ সালে ২০২.১৭ কোটি টাকা ডিভিডেন্ট ডিস্ট্ৰিবিউশন ট্যাক্স ও ৯৩৪.৯৭ কোটি টাকা কর্পোরেট আয়কর সহ মোট ১১৩৭.১৪ কোটি টাকা আদায় দিয়েছে। চলতি আর্থিক বছরে বিভাগটি উত্তর পূর্বাঞ্চলে বাজেট টার্গেট ৮,৩৫৭ কোটি টাকার বিপরীতে ১,৫৬৮ কোটি টাকা সংগ্ৰহ করে। মঙ্গলবার গুয়াহাটিতে ১৫৮তম আয়কর দিবসে একথা জানান আয়কর বিভাগ,এনইআর-এর প্ৰিন্সিপাল চিফ কমিশনার,এলসি যোশি রেনে। বলেন,১৭-১৮ আর্থিক বর্ষে এই অঞ্চলে মোট আয়কর সংগ্ৰহের পরিমাণ দাঁড়িয়েছে ৭০৯৭ কোটি টাকা।
Next Story