উত্তরপ্ৰদেশে মহিলাকে তিন তালাক,গণ ধর্ষণের অভিযোগে

উত্তরপ্ৰদেশে মহিলাকে তিন তালাক,গণ ধর্ষণের অভিযোগে

নয়াদিল্লিঃ উত্তর প্ৰদেশের জনৈক মহিলা মোরাদাবাদ থানায় অভি্যোগ দায়ের করেছেন দুর্ঘটনাবশত মিউজিক জোরে বাজানোর জন্য তার স্বামী তাকে তিন তালাক দিয়েছেন। এই ঘটনার পর তাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনা উত্তরপ্ৰদেশকে নাড়িয়ে দেয়। মহিলাটির বাবা পুলিশকে বলেছেন তার মেয়ে দুর্ঘটনাবশত মিউজিক সিস্টেমের আওয়াজ বাড়িয়ে দেওয়ায় তার স্বামী হঠাৎ ক্ষেপে ওঠে তিন তালাক দিয়ে বসে।

পুলিশ সাংবাদিকদের জানিয়েছে,মহিলাটি আরও অভিযোগ করেছেন তাঁর স্বামী তাকে ইসলামিক আইন অনু্যায়ী হালালা সম্পাদন করতেও বলেছে। হালালা হচ্ছে প্ৰাচীন ইসলামিক প্ৰথা। এই প্ৰথা অনু্যায়ী বিবাহ বিচ্ছেদ হওয়া একজন মহিলাকে অন্য একজনকে বিয়ে করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে এবং এরপর পরবর্তী স্বামী বিবাহ বিচ্ছেদ ঘটালে তিনি পূর্বের স্বামীকে বিয়ে করতে পারবেন। পুলিশ জানাচ্ছে,মহিলাটি বলেছেন তার স্বামী তাকে তালাক দিয়েছেন কিন্তু শ্বশুর,শাশুড়িরা তা অস্বীকার করেছেন। তবে পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তে সমস্ত সত্য বেরিয়ে আসবে। ঘটনা সংক্ৰান্তে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com