উত্তরপ্ৰদেশ-উত্তরাখণ্ডের সীমান্তে বিষ মদে ৩০ জনের মৃত্যু

উত্তরপ্ৰদেশ-উত্তরাখণ্ডের সীমান্তে বিষ মদে ৩০ জনের মৃত্যু
Published on

দেরাদুনঃ উতরাখণ্ড-উত্তর প্ৰদেশের সীমান্ত এলাকায় শুক্ৰবার বিষাক্ত মদ খেয়ে কমপক্ষে ৩০ জন লোকের মৃত্যু হয়েছে। বিষ মদের ক্ৰিয়ার অসুস্থ হয়ে পড়া আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এখবর জানিয়েছে। সূত্ৰটি বলেছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ওই মদে বিষাক্ত মিথাইল অ্যালকোহল মেশানো ছিল বলে অভি্যোগ পাওয়া গেছে। এই বিষাক্ত মদই ৩০ জনের প্ৰাণ কেড়ে নেয় বলে সূত্ৰটি উল্লেখ করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com