ওয়াশিংটনঃ বিশ্বে বিশুদ্ধ জলের পরিমাণ হ্ৰাস পাওয়া দেশগুলোর মধ্যে ভারতও একটি। উত্তর ও পূর্ব ভারত সহ বেশকটি দেশে জল সম্পদের যথেচ্ছ ব্যবহারই এমন পরিস্থিতির কারণ। নাসার সমীক্ষায় এই তথ্য প্ৰকাশ করা হয়। প্ৰকাশ,বিশ্বের জলাশয়গুলাতে জল কমছে এবং শুষ্ক এলাকা আরও শুষ্ক হচ্ছে।