Begin typing your search above and press return to search.
উত্তর পূর্বকে উন্নত নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিতে বললেন রাজনাথ

কয়েক দশকের জঙ্গি সমস্যার পর উত্তর পুবের নিরাপত্তা ব্যবস্থা অনেক শুধরেছে।অঞ্চলের উন্নতি ত্বরান্বিত করতে কেন্দ্ৰ ও উত্তর পুবের রাজ্য সরকারগুলির এই উন্নত নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নেওয়া উচিত।শিলঙে মঙ্গলবার উত্তরপূর্ব পরিষদের(এনইসি)পূর্ণাঙ্গ অধিবেশনে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং একথা বলেন।সমস্ত আর্থিক সম্ভাবনা থাকা সত্ত্বেও কয়েক বছরের সন্ত্ৰাসী সমস্যা অঞ্চলের বিকাশে বাধ সেধেছিল।‘সাম্প্ৰতিককালে সন্ত্ৰাস হ্ৰাস পেয়েছে। এই সময়টাকে কাজে লাগাতে হবে।উত্তরপুবের সমস্যা পারস্পরিক আলোচনায় মিটিয়ে ফেলা যাবে’।
Next Story