Begin typing your search above and press return to search.

উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সম্পর্কের বাঁধন জোরদার করতে আগ্ৰহী হাসিনা,জানালেন বিপ্লব

উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সম্পর্কের বাঁধন জোরদার করতে আগ্ৰহী হাসিনা,জানালেন বিপ্লব

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Jan 2019 11:23 AM GMT

আগরতলাঃ বাংলাদেশের প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা সোমবার বলেছেন,তাঁর সরকার ত্ৰিপুরা,উত্তর পূর্বাঞ্চলের অন্যাণ রাজ্য এবং গোটা ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্ৰে সম্পর্কের বাঁধন জোরদার করে তুলবে। ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব একথা জানান। দেব সোমবার টেলিফোনে হাসিনার সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের সাধারণ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ আসনে পুনরায় নির্বাচিত হওয়ায় হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এই নিয়ে উপর্যুপরি তৃতীয়বার বাংলাদেশের প্ৰধানমন্ত্ৰী হচ্ছেন শেখ হাসিনা।

হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ গত রবিবার বাংলাদেশের ১১তম সংসদীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৮৮টি আসনে বিজয়ী হয়ে রেকর্ড গড়েছে। এই রেকর্ড দেশের গত সংসদীয় নির্বাচনী ফলাফলকেও ছাপিয়ে গেছে।

‘বাংলাদেশের প্ৰধানমন্ত্ৰী আমাকে আশ্বাস দিয়েছেন ত্ৰিপুরা,উত্তর পূর্বের অন্যান্য রাজ্য এবং সারা ভারতের যেকোনও ইস্যু ও প্ৰজেক্টের ক্ষেত্ৰে তাঁর সরকার অগ্ৰাধিকার দেবে’-দেব সাংবাদিকদের একথা জানান।

মুখ্যমন্ত্ৰী দেব বলেন,‘আমি হাসিনাকে নতুন সরকার গঠনের পর অবিলম্বে ত্ৰিপুরা সফরে আসার আমন্ত্ৰণ জানিয়েছি। হাসিনাও এব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।

Next Story
সংবাদ শিরোনাম