উত্তর পূর্বাঞ্চলে নির্বাচনী প্ৰচারে কংগ্ৰেস সভাপতি রাহুল

উত্তর পূর্বাঞ্চলে নির্বাচনী প্ৰচারে কংগ্ৰেস সভাপতি রাহুল
Published on

ইম্ফলঃ কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার অরুণাচল প্ৰদেশের রাজধানী শহর ইটানগর থেকে উত্তর পূর্বাঞ্চলে দলের পক্ষে নির্বাচনী প্ৰচার শুরু করলেন। এদিন বিকেলে রাহুল দুদিনের সফরে ইম্ফলে এসে পৌঁছন। দলীয় সূত্ৰে জানানো হয়েছে,এখানে অবস্থানকালে কংগ্ৰেস সভাপতি মণিপুরের দুটি লোকসভা আসনের জন্য তাঁর দলের প্ৰার্থীর নাম চূড়ান্ত করবেন। মণিপুরে বিজেপি এখনও পর্যন্ত তাদের প্ৰার্থীর নাম চূড়ান্ত করেনি। ইম্ফলে পৌঁছার পরই গান্ধী শহিদ মিনারে গিয়ে শহিদদের প্ৰতি শ্ৰদ্ধা জানান।

গান্ধী ইম্ফলে মহিলাদের একমাত্ৰ বাজার ‘ইমা কেইথেল’ পরিদর্শন করেন। স্থানীয় কংগ্ৰেস কর্মীদের এক সমাবেশেও বক্তব্য রাখেন তিনি। বুধবার সকালে গান্ধী এখানে প্যালেস কম্পাউন্ড অডিটরিয়ামে ছাত্ৰদের সঙ্গে মত বিনিময় করবেন। পরে হাফতা কাং জেইবাংয়ে এক জনসভায় ভাষণ দেবেন কংগ্ৰেস সভাপতি। কংগ্ৰেস উপর্যুপরি তিনবার মণিপুর শাসন করেছে। ৬০ সদস্যের মণিপুর বিধানসভার বিগত নির্বাচনে কংগ্ৰেস ২৮টি আসন জিতেছিল। বিজেপি পেয়েছিল ২১টি আসন। তবে অন্যান্য দলের বিধায়ক ও কিছু নির্দল সদস্যের সমর্থন নিয়ে বিজেপিই রাজ্যে সরকার গড়তে সক্ষম হয়েছিল।

রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কংগ্ৰেস বিধান পরিষদীয় দলের নেতা ওকরাম ইবোবি সিং বলেন,মণিপুরের মানুষকে তাদের গনতান্ত্ৰিক অধিকার পুনঃপ্ৰতিষ্ঠার লড়াই সম্পর্কে উদ্বুদ্ধ করতেই গান্ধী এখানে এসেছেন। বিধানসভা নির্বাচনের পর ওই অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি।

কংগ্ৰেস সভাপতি এরআগে অরুণাচল প্ৰদেশের রাজধানী শহর ইটানগরে এক নির্বাচনী সভায়ও ভাষণ দেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com