কমদামের খেলনা ও আতসবাজি থেকে চড়া মূল্যের চিনা সামগ্ৰীতে উত্তর পুবের বাজার ছেয়ে গেছে।মানুষও ঝুঁকছেন এসব পণ্যের দিকে।স্থানীয় উৎপাদনকারীদের স্বার্থ রক্ষায় এসব সামগ্ৰী বয়কটের আহ্বান জানানো সত্ত্বেও চিনা সামগ্ৰী জাকিয়ে বসছে বাজারে।গুয়াহাটিতে চোরাই পথে আসা চিনা আপেলের রমরমা চলছে,ওই ফল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়া সত্ত্বেও।মোদ্দা কথায় চিনা সামগ্ৰীর দিকে খদ্দেররা যেভাবে ঝুঁকছেন তাতে স্থানীয় সামগ্ৰীর কদর কমছে।মানুষ এসব সামগ্ৰী বয়কট না করলে দেশের বাজার শাসনে চিনা পণ্যের আধিপত্য রোখা যাবে না।
Begin typing your search above and press return to search.