গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের নটি কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের ৪২১টি মঞ্জুরিকৃত পদের মধ্যে ২৩১টি খালি পড়ে আছে। এরফলে এই অঞ্চলে উচ্চ শিক্ষার চালচিত্ৰে বিরূপ প্ৰভাব পরিলক্ষিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি)একটি সূত্ৰের পরিসংখ্যানে বলা হয়েছে ২০১৮-র ১ এপ্ৰিল থেকে উত্তর পূর্বের নটি কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মঞ্জুরিকৃত ৪২১টি পদের মধ্যে ২৩১টি খালি পড়ে আছে। এই নটি বিশ্ববিদ্যালয়ে মাত্ৰ ১৯০জন অধ্যাপক কাজ করছেন। শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরিকৃত ৪৫টি অধ্যাপক পদের জায়গায় ২২ জন রয়েছেন।
তেজপুর বিশ্ববিদ্যালয়ে ২৭টি মঞ্জুরিকৃত পদের জায়গায় কাজ চালানো হচ্ছে ১৬ জনকে দিয়ে। মণিপুর বিশ্ববিদ্যালয়ে ৩৯টি মঞ্জুরিকৃত পদে থাকলেও কাজ করছেন ২৪ জন। শিলঙের নেহু বিশ্ববিদ্যালয়ে ৯৩টি পদ থাকলে কাজ করছেন ৪৫ জন। মিজোরাম বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরিকৃত ৪৭টি পদের জায়গায় অধ্যাপক আছেন ২৫জন। নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকে সেংশন পোস্ট আছে ৪৫টি,কিন্তু অধ্যাপক রয়েছেন ৩৩। সিকিম বিশ্ববিদ্যালয়ে ২৯টি সেংশন পোস্টের জায়গায় অধ্যাপক আছেন ১৯ জন। ত্ৰিপুরা বিশ্ববিদ্যালয়ে ৪৬টি সেংশন পদের মধ্যে অধ্যাপক রয়েছেন ৩৯জন। উত্তর পূর্বের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কম থাকায় উচ্চ শিক্ষা ক্ষেত্ৰে ব্যাঘাত ঘটছে।