Begin typing your search above and press return to search.

উন্নয়নেই অগ্ৰাধিকার দেবো,বললেন গুয়াহাটি কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী কুইন ওজা

উন্নয়নেই অগ্ৰাধিকার দেবো,বললেন গুয়াহাটি কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী কুইন ওজা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 March 2019 7:39 AM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটিতে জন্ম,বড়ও হয়েছেন এখানে। তিনি হলেন এবারের লোকসভা নির্বাচনে মর্যাদাসম্পন্ন গুয়াহাটি কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী কুইন ওজা। মর্যাদাপূর্ণ গুয়াহাটিকে নিজের কেন্দ্ৰ বলেই মনে করেন তিনি। এই কেন্দ্ৰের যত সব সমস্যা আছে তা এক এক করে সমাধানে আগ্ৰহী কুইন। আর তার মতে,উন্নয়নই হচ্ছে সব সমস্যা সমাধানের একমাত্ৰ হাতিয়ার।

রবিবার দ্য সেন্টিনেলের সঙ্গে কথা প্ৰসঙ্গে কুইন ওজা বলেন,গুয়াহাটি হচ্ছে সমস্যাদীর্ণ। শহরের পাহাড়ি এলাকায় বহন যোগ্য জল সহ অজস্ৰ সমস্যা রয়েছে। ‘আমি নির্বাচনে উতরোতে পারলে এই সমস্যাগুলো থেকে পার পেতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবো’। এই কেন্দ্ৰে হস্ততাঁত ও বস্ত্ৰ শিল্পীদেরও প্ৰভূত সমস্যা রয়েছে। তারা না পাচ্ছেন উপযুক্ত বাজার এবং সেইসঙ্গে উপযুক্ত পারিশ্ৰমিকও জুটছে না তাদের। ‘তাই আমার হাতে ক্ষমতা এলে এই সব হস্ততাঁত শিল্পীদের কল্যাণে অগ্ৰাধিকার দেব আমি’।

কংগ্ৰেস এখনও গুয়াহাটি কেন্দ্ৰে তাদের প্ৰার্থীর নাম ঘোষণা করেনি। তাই কেন্দ্ৰে কংগ্ৰেসের কোনও প্ৰার্থীর সঙ্গে সরাসরি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে- এব্যাপারে কুইন বলেন,কংগ্ৰেস কাকে প্ৰার্থী করছে সেটা চিন্তার বিষয় যদিও তবে আমার কর্তব্য হলো ভাল কিছু করা। আর সেটা আমি অবশ্যই করতে পারবো। ‘আমি যেহেতু গুয়াহাটিতে জন্মেছি এবং বড়ও হয়েছি সেইহেতু গুয়াহাটিকে আমি বরাবরই প্ৰাধান্য দেবো। কারণ এশহর আমার নিজের’।

Next Story