Begin typing your search above and press return to search.
উন্নয়ন ক্ষিপ্ৰতর করতে মহিলাদের এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্ৰীর

মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বুধবার তিনসুকিয়ার জানমুখে মহিলা সমারোহে কনকলতা মহিলা সবলীকরণ প্ৰকল্পের অধীনে ২২টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে অর্থ সাহায্য দেন। ডিব্ৰুগড়,তিনসুকিয়ার মোট ৮২৯৬ স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সাহায্য দেওয়া হবে। বলেন,মহিলারা অগ্ৰণী ভূমিকা নিলে সমাজ এগোবেই।
Next Story