উপজাতিদের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত রাখা হবেঃ সোনোয়াল

উপজাতিদের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত রাখা হবেঃ সোনোয়াল
Published on

গুয়াহাটিঃ অসম স্টেট ক্যাপিটাল রিজিয়ন অথরিটির(এএসসিআরএ)এক্তিয়ারভুক্ত উপজাতি জনগণের অধিকার সম্পূর্ণ রক্ষা করা হবে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এই আশ্বাস দিয়েছেন। এব্যাপারে ক্যাপিটাল রিজিয়্ন অথরিটির এক্তিয়ারে থাকা এলাকায় সুষ্ঠু পরিকল্পনা প্ৰস্তুত করার লক্ষ্যে উপজাতিদের জমির মালিকানা,অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে প্ৰাসঙ্গিক তথ্য সংগ্ৰহ করে পরীক্ষা নিরীক্ষা চালাতে মুখ্যমন্ত্ৰী গুয়াহাটি উন্নয়ন বিভাগকে(জিডিপি)নির্দেশ দিয়েছেন।উপজাতিদের অস্তিত্ব রক্ষা এবং জমির ওপর তাদের অধিকার সম্পর্কে স্বশাসিত পরিষদগুলির নেতৃত্ব যে আশঙ্কা ব্যক্ত করেছেন তা দূর করতে প্ৰয়োজনীয় পদক্ষেপ নিতে জিডিপিকে নির্দেশ দিয়েছেন সোনোয়াল।

মঙ্গলবার জনতা ভবনে নিজের সরকারি কনফারেন্স হলে এএসসিআরএ-র প্ৰথম বৈঠকে পৌরোহিত্য করে কথাগুলি বলেন তিনি। মুখ্যমন্ত্ৰী বলেন,গুয়াহাটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির হাব হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গি নিয়েই ক্যাপিটাল রিজিয়্ন অথরিটি গঠন করা হয়েছে। তিনি বলেন,অথরিটির এক্তিয়ারভুক্ত এলাকার লোকেদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিয়ে এলাকাগুলির ক্ষিপ্ৰ উন্নয়নে সরকার বিশেষভাবে আগ্ৰহী। রাভা হাসং স্বশাসিত পরিষদ এবং তিওয়া স্বশাসিত পরিষদের সিইএমএস উপজাতিদের জমির অধিকার নিয়ে ব্যক্ত করা আশঙ্কায় প্ৰতি গুরুত্ব দিয়ে সোনোয়াল এএসসিআরএ আইনের নির্দিষ্ট কিছু বিধি ব্যবস্থায় আরও পরিচ্ছন্নতা আনার ব্যাপারে সম্মতি প্ৰকাশ করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com