রাজ্যের খবর
উপজাতি মর্যাদার দাবিতে ডুমডুমায় প্ৰধানমন্ত্ৰী,মুখ্যমন্ত্ৰীর কুশপুতুল পোড়াল এটিটিএসএ
ডুমডুমাঃ অসম চা উপজাতি ছাত্ৰ সংস্থার(এটিটিএসএ)তিনসুকিয়া জেলা কমিটি রাজ্যের ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দানে কেন্দ্ৰের ধীরে চলো নীতির প্ৰতিবাদে শনিবার ডুমডুমার গান্ধীচকে প্ৰধানমন্ত্ৰী মোদি,মুখ্যমন্ত্ৰী সোনোয়াল ও রাজ্যের উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্ৰী জুয়েল ওরামের কুশপুতুল পোড়ায়। এটিটিএসএ-র মতে,সরকার ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দানের আশ্বাস দিয়েছিল। কেন্দ্ৰের এনডিএ সরকার আজ অবধি তা ফলপ্ৰসূ করার কোনও ব্যবস্থা নেয়নি।