Begin typing your search above and press return to search.

উপজাতি মর্যাদার দাবিতে ডুমডুমায় প্ৰধানমন্ত্ৰী,মুখ্যমন্ত্ৰীর কুশপুতুল পোড়াল এটিটিএসএ

উপজাতি মর্যাদার দাবিতে ডুমডুমায় প্ৰধানমন্ত্ৰী,মুখ্যমন্ত্ৰীর কুশপুতুল পোড়াল এটিটিএসএ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 July 2018 6:36 PM GMT

ডুমডুমাঃ অসম চা উপজাতি ছাত্ৰ সংস্থার(এটিটিএসএ)তিনসুকিয়া জেলা কমিটি রাজ্যের ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দানে কেন্দ্ৰের ধীরে চলো নীতির প্ৰতিবাদে শনিবার ডুমডুমার গান্ধীচকে প্ৰধানমন্ত্ৰী মোদি,মুখ্যমন্ত্ৰী সোনোয়াল ও রাজ্যের উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্ৰী জুয়েল ওরামের কুশপুতুল পোড়ায়। এটিটিএসএ-র মতে,সরকার ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দানের আশ্বাস দিয়েছিল। কেন্দ্ৰের এনডিএ সরকার আজ অবধি তা ফলপ্ৰসূ করার কোনও ব্যবস্থা নেয়নি।

Next Story