উরিয়ামঘাটে বীরঙ্গনা সতী সাধনী দিবস পালিত

উরিয়ামঘাটে বীরঙ্গনা সতী সাধনী দিবস পালিত
Published on

সরুপথারঃ সরুপথার এবং উরিয়ামঘাটের চুটিয়া আঞ্চলিক ছাত্ৰ সংস্থা স্থানীয় মানুষের সাহায্য,সহযোগিতায় গত ২১ ও ২২ এপ্ৰিল উরিয়ামঘাটের জয়াপথারে বীরাঙ্গনা সতী সাধনী দিবস পালন করে। ধনশিরি মহকুমার নির্বাচনী অফিসার সোনাশ্ৰী ব্ৰহ্ম অনুষ্ঠান কর্মসূচির উদ্বোধন করেন।

চুটিয়া ছাত্ৰ সংস্থার ধনশিরি শাখার সভাপতি জয়ন্ত বরা পতাকা তোলেন। সাংবাদিক তুলসী চুটিয়াকে ‘বীরপল রত্ন’ এবং সরুপথার কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধেশ্বর বরাকে ‘ধনশিরি রত্ন’ পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয় বীরাঙ্গনা সতী সাধনী দিবসের অনুষ্ঠানে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com