নিজনি নভগোরড-এ শুক্ৰবার ফিফা বিশ্বকাপের প্ৰি-কোয়ার্টারে দুরন্ত গতির ফ্ৰান্স ২-০ গোলে লাতিন আমেরিকান জয়েন্ট উরুগুয়েকে উড়িয়ে দিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেন। এদিন ফরাসিদের জয়ধ্বজা ওড়ানোর স্থপতি রাফেল ভারানে,অ্যাণ্টোইনি গ্ৰিজম্যান। ম্যাচের ৪০ মিনিটে গ্ৰিজম্যানের মাপা ফ্ৰিকিক ভারানের হেডারে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্ডো মুসলেরা-র জাল ভেদ করে। এই গোল পাওয়ার পর দিদিয়ের দেশেঁর ছেলেরা নিজেদের ভিত শক্ত করে নেয়। ম্যাচে উরুগুয়ে লাতিন আমেরিকার ফুটবল শিল্পকে মেলে ধরলেও শেষ অবধি লড়েও তারা একটা গোলও শোধ করতে পারেনি। ওদিকে ফ্ৰান্স দেখিয়েছে গতিতে বাজিমাতের খেলা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে তারই ঝলক দেখা গেছে পেনাল্টি বক্সের বাইরে থেকে গ্ৰিজম্যানের বুলেট গতির শট। মুসলেরা শটটা পাঞ্চ করবেন না ধরবেন এই দোনমোনার মধ্যে বল জালে ঢুকে যায়। অসাধারণ এই গোলে যেমন রয়েছে শিল্পির ছোঁয়া,তেমনি গতি। এদিকে উরুগুয়ে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। কাভানি কাবু চোটাঘাতে,তাই মাঠে নামেননি। উরুগুয়েয়ান স্ট্ৰাইকার লুইস সুয়ারেজকে এদিন আগের ছন্দে দেখা যায়নি কাভানির অভাবে।
Begin typing your search above and press return to search.