Begin typing your search above and press return to search.

উৎসবের মেজাজে রাজ্য,এরই মধ্যে চলছে নির্বাচনী প্ৰচার

উৎসবের মেজাজে রাজ্য,এরই মধ্যে চলছে নির্বাচনী প্ৰচার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 April 2019 8:16 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে এখন উৎসবের মেজাজ। অসমের জাতীয় তথা প্ৰাণের উৎসব রঙালি বিহু ও নতুন বছরকে স্বাগত জানাতে পুরোদস্তর প্ৰস্তুত রাজ্যবাসী। অন্যদিকে উৎসবের আবহের মধ্যে নির্বাচনী জ্বরে আক্ৰান্ত রাজ্য। রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্ৰে ইতিমধ্যেই প্ৰথম দফার নির্বাচন হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় দফার নির্বাচনের তোড়জোড় চলছে এখন। উৎসব মরশুমে আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেওয়ার পাশাপাশি মধ্য ও নিম্ন অসমের মানুষ এখন ভোট নিয়েও ব্যাকুল। রঙালি বিহুকে স্বাগত জানানোর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল প্ৰচারেও কোনও খামতি রাখছে না।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিশেষ করে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,নেডার আহ্বায়ক অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ,এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল,বিটিসির সিইএম হাগ্ৰামা মহিলারি এবং অন্যান্যরা দ্বিতীয় ও তৃতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য দলীয় প্ৰার্থীদের পক্ষে শুক্ৰবার জোরদার প্ৰচার চালান।

মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বিজেপির নগাঁও লোকসভা কেন্দ্ৰের প্ৰার্থী রূপক শর্মার পক্ষে মরিগাঁও,হোজাই,কামপুর এবং নগাঁও সংসদীয় কেন্দ্ৰের অধীন দক্ষিণপাটে সমাবেশ করেন।

সোনোয়াল এদিন কংগ্ৰেস এবং ওই দলের নগাঁও কেন্দ্ৰের প্ৰার্থী প্ৰদ্যুৎ বরদলৈকে সমালোচনায় বিদ্ধ করে বলেন,তরুণ গগৈ সরকারের আমলে বিদ্যুৎ মন্ত্ৰী হওয়া সত্ত্বেও বরদলৈ রাজ্যের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। রাজ্যের মানুষ উন্নয়ন,নিরাপত্তা,শন্তি ও সম্প্ৰীতি চান। কিন্তু কংগ্ৰেস দুর্নীতি,ভ্ৰষ্টাচার,অপশাসনকে বরাবর আমল দিয়ে গেছে বলে তিনি অভি্যোগ করেন। তিনি বলেন,কংগ্ৰেস শেষমেশ এআইইউডিএফ-এর সঙ্গে সমঝোতা করেছে,যারা বাংলাদেশিদের স্বার্থে কথা বলছে।

শিলচরের বিজেপি প্ৰার্থী রাজদীপ রায় এবং করিমগঞ্জের দলীয় প্ৰার্থী কৃপানাথ মাল্লার পক্ষে প্ৰচার অভি্যান ও রোড শোতে অংশ নিয়ে নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা বলেন,‘কংগ্ৰেস ধূতি,সুতো ও কম্বলের রাজনীতি করেছে। প্ৰথম দফায় যে পাঁচ কেন্দ্ৰে নির্বাচন হয়েছে সেগুলির মধ্যে বিজেপি চারটি আসনে জিতবে-দাবি করেন শর্মা। কলিয়াবর কেন্দ্ৰে অগপ প্ৰার্থীকে কঠিন লড়াইয়ের সামনা করতে হয়েছে। তবে আসনটি অগপ ধরে রাখতে সফল হবে বলে তিনি মনে করেন।

অন্যদিকে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ বলেন,‘আমরা ১৪টি আসনের মধ্যে ৮টিতেই জিতবো। তেজপুর,কলিয়াবর,গুয়াহাটি,বরপেটা,ধুবড়ি এবং যোরহাটে আমরাই জিতছি-আশার সুরে বলেন গগৈ।

এদিকে এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশনের(ইউপিপিএল)প্ৰার্থী ইউজি ব্ৰহ্ম এবং বরপেটায় দলীয় প্ৰার্থী রফিকুল ইসলামের পক্ষে প্ৰচার চালান।

ওদিকে বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি বকোতে বিজেপির গুয়াহাটি কেন্দ্ৰের প্ৰার্থী কুইন ওজার পক্ষে প্ৰচারে অংশ নিয়ে তাঁকে ভোট দেওয়ার জন্য জনগণের প্ৰতি আহ্বান জানান।

রাজ্যে ১৮ এপ্ৰিল নগাঁও,মঙ্গলদৈ,ডিফু,শিলচর ও করিমগঞ্জে দ্বিতীয় দফায় নির্বাচন হচ্ছে। ২৩ এপ্ৰিল তৃতীয় দফায় ভোট হচ্ছে গুয়াহাটি,বরপেটা,ধুবড়ি ও কোকরাঝাড়ে।

Next Story
সংবাদ শিরোনাম