উ.কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে দাউলাগপুকে বিজেপি-র টিকিট দেওয়ার আর্জি

হাফলং: উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের দ্বাদশ নির্বাচনে কুলেন্দ্ৰ দাউলাগপুর পক্ষে বিজেপি-র দলীয় টিকিট মঞ্জুর করার দাবি জানিয়েছেন জনগণ। রবিবার হাতিখালি বিধানসভা কেন্দ্ৰের হাতিখালি মার্কেটে এক প্ৰেস মিটে অধিকাংশ সচেতন নাগরিক,গ্ৰাম প্ৰধান এবং বিভিন্ন সম্প্ৰদায়ের মানুষ এই দাবি উত্থাপন করেন।
ওই প্ৰেসমিটে অংশ নিয়ে জনগণ কুলেন্দ্ৰ দাউলাগপুকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের টিকিট মঞ্জুর করার জন্য দলের রাজ্য নেতৃত্বের প্ৰতি আর্জি জানান। ব্যাপক অভিজ্ঞতা ও পার্বত্য জেলার জনজীবন সম্পর্কে অসীম জ্ঞান থাকায় দাউলাগপু বিজেপি-র টিকিট পাওয়ার যোগ্য বলে তাঁরা মনে করেন।
প্ৰচার মাধ্যমের সঙ্গে বার্তালাপের সময় তাঁরা আরও বলেন,২০০২-২০০৪ পর্যন্ত দাউলাগপু ভারত সরকারের ন্যাশনাল কমিশন ফর ইয়ুথ(এনসিওয়াই)র যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন। তাছাড়া ডিমা-হাসাও জেলায় শিক্ষিত রাজনীতিকদের একজন হলে্ন দাউলাগপু। ইংরোজিতে স্নাতকোত্তর ডিগ্ৰি ছাড়াও সিনেমায় পিজি ডিপ্লোমা রয়েছে তাঁর। এছাড়া জনপ্ৰিয়তার মাপকাঠিতেও তিনি কারো চেয়ে কম নন। ১৫নং হাতিখালি বিধানসভা কেন্দ্ৰ থেকে তিনি উপর্যুপরি দুবার এনসিএইচএসিতে নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য,পরিবার কল্যাণ,ক্ৰীড়া,যুব বিষয়ক,পর্যটন ইত্যাদি দপ্তরের কাজ তিনি সাফল্যের সঙ্গে সম্পাদন করেছেন এবং তাঁর আমলে শিক্ষা ও পর্যটনের ক্ষেত্ৰে বিভিন্ন উন্নয়নমূলক কাজও হয়েছে।
তাঁরা আরও বলেন,দাউলাগপুর যথেষ্ট দূরদৃষ্টি রয়েছে এবং তাই দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপির টিকিট পেলে আগের চেয়েও অনেক বেশি ভোটের ব্যবধানে তিনি নিঃসন্দেহে জয়ী হবেন বলে তাঁরা আশা করেন।