এআইইউডিএফ-এর সঙ্গে আঁতাতের কথা অস্বীকার তরুণ গগৈর

গুয়াহাটিঃ রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ কংগ্ৰেস এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্টের(এআইইউডিএফ)মধ্যে যেকোনও ধরনের রাজনৈতিক আঁতাতের কথা সরাসরি অস্বীকার করেছেন। ‘আমরা এতটা দুর্বল নই যে ভোটে জেতার জন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবে। সোমবার এখানে এক সাংবাদিক সম্মেলনে গগৈ আরও দাবি করেন রাজ্যে আসন্ন লোকসভার নির্বাচনে কংগ্ৰেস ১০টি আসনেই জিতবে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী বলেন,কংগ্ৰেসের জনপ্ৰিয়তা তুঙ্গে রয়েছে এবং এটা দেখে বিজেপি আতঙ্কে ভুগছে। মোদ্দা কথা হছে বিজেপি তাদের বেশকজন বর্তমান সাংসদকে টিকিট দেয়নি। কারণ বিভিন্ন ক্ষেত্ৰে ওই সব সাংসদরা যে ভাল পারফরম্যান্স করতে পারেননি এটা তারই নজির।
বিজেপিকে তুলোধোনা করে বর্ষীয়ান কংগ্ৰেস নেতা আরও বলেন,বিজেপির যে সব নেতারা ভাল কাজ করেছেন তাদের একপাশে ঠেলে দেওয়া হয়েছে। বিজেপির বর্ষীয়ান নেতা এলকে আডবাণীকে সম্প্ৰতি দলের শীর্ষ নেতৃত্ব দূরে ঠেলে দিয়েছেন। মোদ্দা কথায় সুবিধাবাদী নেতারাই এখন বিজেপি দল চালাচ্ছেন-বলেন গগৈ।