Begin typing your search above and press return to search.
এইচপিসি পুনরুজ্জীবিত করতে কেন্দ্ৰকে বলবে আসু

‘দিশপুর যদি রাজ্যের রুগন শিল্পগুলি বাঁচাতে না পারে তাহলে ঘটা করে অ্যাডভান্টেজ অসম আয়োজনের কি প্ৰয়োজন ছিল-আমরা তা বুঝে উঠতে পারছি না’। এই অভিমত আসুর। নির্বাচনী প্ৰচারকালে মোদি এইচপিসি ও অশোক কাগজ কল পুনরুজ্জীবিত করার কথা দিয়েছিলেন। অথচ এই সরকার এখন এইচপিসিকে ঋণগ্ৰস্ত ও দেউলিয়া ঘোষণা করতে চাইছে। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন,আমরা কলগুলি বন্ধ হতে দেব না। কল খোলা নিয়ে প্ৰধানমন্ত্ৰীকে সময় বেঁধে দেওয়ার আর্জি জানাবে আসু-বলেন তিনি।
Next Story