Begin typing your search above and press return to search.

এক পশলা বৃষ্টিতেই ভাসল মহানগরী গুয়াহাটি

এক পশলা বৃষ্টিতেই ভাসল মহানগরী গুয়াহাটি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  31 July 2018 6:41 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির বাসিন্দারা ভেবেছিলেন এবার আর কৃত্ৰিম বন্যার মুখে পড়তে হবে না। কিন্তু সোমবার সন্ধ্যায় আকাশ ভেঙে নামা মুষলধার বৃষ্টিতে নাকানিচোবানি খেতে হল শহরবাসীকে। শহরের বিভিন্ন স্থানে জল দাঁড়িয়ে যাওয়ায় স্তব্ধ হয়ে পড়ে যানবাহনের গতি।

দিশপুর এমএলএ হোস্টেল থেকে শুরু করে জনতাভবন,গণেশগুড়ি,লাস্টগেট,জিএস রোড,জু রোড তিনালি, হাতিগাঁও,নারেঙ্গি,নুনমাটি,অনিলনগর,নবীননগর,দ্বারকানগর,বিরুবাড়ির পথ ডুবে যায় জলে। শহরের শিলসাঁকো বিল,ভরলু ও অন্যান্য নদীগুলি ড্ৰেজিং করার পর শহরের পথে কৃত্ৰিম বন্যা কমবে বলে আঁচ করা হয়েছিল। কিন্তু এক পশলা বৃষ্টি শহরের রূপটাই পাল্টে দেয়। গুয়াহাটি কবে কৃত্ৰিম বন্যামুক্ত হবে সেটা এখনও দূরঅস্ত।

Next Story
সংবাদ শিরোনাম