এখনও জলের নিচে লখিমপুরে ১৫টি গ্ৰাম

এখনও জলের নিচে লখিমপুরে ১৫টি গ্ৰাম
Published on

লখিমপুরঃলখিমপুর জেলায় সিঙ্গারা নদীর বন্যার জলে এখনও তলিয়ে আছে জেলার ১৫টি রাজস্ব গ্ৰাম।নদীর কূল ছাপানো জলের তোড়ে সোমবার রাতে ভেসে গেছে কফারড্যামটি।দোলোহাট তিনালির কাছে নির্মাণ করা হয়েছিল এই বাঁধটি।ওদিকে জলসম্পদ বিভাগ দোলাহাট-ফুলবাড়ি সংযোগী পথের ভাঙা অংশ মেরামতের কাজ চালাচ্ছিল গত ১৩ দিন ধরে।নদীর বাড়তি জলে ফের ভেসে যায় পথটি।ভেস্তে যায় সমস্ত পরিকল্পনা ও প্ৰয়াস।জেলায় বন্যায় এপর্যন্ত ১৮,৪১৬ জন ব্যক্তি ক্ষতিগ্ৰস্ত হয়েছেন।১৩৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্ৰস্ত মানুষ দুটি ত্ৰাণ শিবিরে আশ্ৰয় নিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com