Begin typing your search above and press return to search.

এনআরসিঃ দশটি নথি নিয়ে ১৪ দিনের মধ্যে দাবিদারদের মতামত চাইল সুপ্ৰিমকোর্ট

এনআরসিঃ দশটি নথি নিয়ে ১৪ দিনের মধ্যে দাবিদারদের মতামত চাইল সুপ্ৰিমকোর্ট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Sep 2018 9:44 AM GMT

নয়াদিল্লিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়া থেকে নাম ছুট প্ৰায় ৪০.৭ লক্ষ আবেদনকারীর নাগরিকত্ব পরীক্ষার জন্য সুপ্ৰিমকোর্ট ১০টি পরিচয় প্ৰমাণ নথি মনোনীত করেছে। একই সঙ্গে শীর্ষ আদালত কেন্দ্ৰীয় সরকার সহ সমস্ত দাবিদারদের এই দশটি নথি সম্পর্কে তাদের মতামত দুসপ্তাহের মধ্যে পেশ করতে বলেছে। দাবি ও ওজর আপত্তি নিয়ে আবেদনপত্ৰ গ্ৰহণের সময়সীমা পিছিয়ে দেওয়ায় কোর্ট এনআরসি মামলা নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ১৯ সেপ্টেম্বর।

বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি রোহিনটন ফলি নরিম্যান বুধবার এনআরসি ইস্যুতে শুনানি গ্ৰহণ করেন। চূড়ান্ত খসড়া থেকে নামছুট ৪০ লক্ষাধিক মানুষের দাবির মোকাবিলায় ও তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা যে দশটি নথির সুপারিশ করেছেন বেঞ্চ সেটি গ্ৰহণ করে। এই দশটি মূল নথির তালিকায় রয়েছে জমির নথি রেজিস্টার্ড সেল ডিড-এর মতো,জমির অধিকার সংক্ৰান্ত নথি,যা ১৯৭১ সালের ২৪ মার্চ(মাঝরাত)মধ্যে হওয়া চাই,স্থায়ী আবাসিকের প্ৰমাণপত্ৰ যা ৭১ সালের ২৪ মার্চ মাঝরাতের আগে বাইরের কোনও রাজ্য থেকে ইস্যু করা হলেও চলবে।

ভারত সরকারের ইস্যু করা পাসপোর্ট,যা ১৯৭১-এর ২৪ মার্চের(মাঝরাত)মধ্যে হওয়া চাই। জীবনবিমা নিগমের পলিসি যা ১৯৭১-এর ২৪ মার্চের(মাঝরাত)মধ্যে হতে হবে। যেকোনও সরকারি কর্তৃপক্ষের ইস্যু করা যেকোনও লাইসেন্স/সার্টিফিকেট। সময়ের মেয়াদ ৭১-এর ২৪ মার্চ(মাঝরাত)। সরকারি/রাষ্ট্ৰায়ত্ত ক্ষেত্ৰে চাকরি করার নথি। সময়ের মেয়াদ একই থাকছে। ব্যাংক,পোস্ট অফিসের অ্যাকাউণ্ট। প্ৰাসঙ্গিক সময়সীমা ৭১-এর ২৪ মার্চ(মধ্যরাত),উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা জন্মের প্ৰমাণপত্ৰ সময়সীমা ৭১-এর ২৪ মার্চ মাঝরাত। শিক্ষাগত যোগ্যতার প্ৰমাণপত্ৰ সময় ৭১-এর ২৪ মার্চ(মাঝরাত),আদালতের ইস্যু করা রেকর্ড সময় ৭১-এর ২৪ মার্চ(মাঝরাত)।

Next Story
সংবাদ শিরোনাম