এনআরসিঃ দাবি ও ওজর আপত্তি পর্যায়ে ১৫টি নথি গ্ৰহণ করতে সুপ্ৰিমকোর্টকে হলফনামা রাজ্য সরকারের

গুয়াহাটিঃ রাজ্য সরকার একটা ‘নির্ভুল জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)চায়’। বুধবার বিধানসভায় একথা বলেন সংসদ বিষয়ক মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি। তিনি আরও বলেন,রাজ্য সরকার সুপ্ৰিমকোর্টে পেশ করা তাদের হলফনামায় এনআরসিতে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্ৰে ওজর আপত্তির পর্যায়ে মূল ১৫টি নথি গ্ৰহণ করার আবেদন জানিয়েছে। এনআরসিতে নাম অন্তর্ভুক্তি নিয়ে দাবি ও ওজর আপত্তি গ্ৰহণের পালা শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
পাটোয়ারি বলেন,‘এনআরসি সম্পূর্ণ বিদেশি মুক্ত হতে হবে’। তিনি আরও উল্লেখ করেন,সরকার চায় রাজ্যের মূল বাসিন্দাদের(ওএলএস)প্ৰত্যেকের নাম যেন এনআরসিতে ঠাঁই পায়। তাছাড়া রাজ্যের বাইরের যে সব ভারতীয় নাগরিক অসমে রয়েছেন তাদের নামও এনআরসিতে অন্তর্ভুক্ত করা হোক-রাজ্য সরকার এমনটাই চায়। পাটোয়ারি বলেন,‘অসমের প্ৰত্যেক নাগরিককে সতর্ক থাকতে হবে। কারণ এই মুহূর্তে একটা নির্ভুল এনআরসির ওপর অসমের ভবিষ্যৎ নির্ভর করেছে’।
দাবি ও ওজর আপত্তির পর্যায়ে সুপ্ৰিমকোর্টে রাজ্য সরকারের পেশ করা হলফনামা সম্পর্কে বিরোধী কংগ্ৰেস মঙ্গলবার বিধানসভার যে তথ্য রেখেছে সেই প্ৰসঙ্গ উত্থাপন করে পাটোয়ারি বলেন,এটা বিভ্ৰান্তিকর তথ্যের একটা অংশ। বলেন,সদন থেকে কোনও বিভ্ৰান্তিকর তথ্য যাতে চাউর না হয় তা সুনিশ্চিত করতে নজর রাখা উচিত।