এনআরসিঃ নামের ভুল সংশোধন প্ৰক্ৰিয়া শুরু,অনলাইনেও থাকছে সু্যোগ

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)প্ৰকাশিত সম্পূর্ণ খসড়ায় যাদের নাম,পদবী,ঠিকানা বা বয়সে ভুল থেকে গেছে তা সংশোধনের কাজ এখন শুরু হচ্ছে। এই উদ্দেশ্যে এনআরসি কর্তৃপক্ষ সম্পূর্ণ খসড়ায় নাম,পদবীতে থেকে যাওয়া ভুল সংশোধনের জন্য ফর্ম বিতরণের কাজ শুরু করেছেন।
উল্লেখ্য,চলতি ২০১৮-এর ৩০ জুলাই এনআরসি-র সম্পূর্ণ খসড়াটি প্ৰকাশিত হয়েছিল। ওই খসড়ায় ২,৮৯,৮৩,৬৭৭ জনের নাম ঠাঁই পেয়েছে।
এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় নামের বানানে ও আনুষঙ্গিক তথ্যে অজস্ৰ ভুল থেকে যাওয়ায় ওই ভুলগুলি শুধরোনোর প্ৰয়োজন দেখা দিয়েছে। নামের ভুল সংশোধনের জন্য এনআরসি সেবা কেন্দ্ৰ থেকে ফর্ম সংগ্ৰহ করা যাবে। আগামি কয়েকদিনের মধ্যে অনলাইনেও নাম সংশোধন করা যাবে। সেবা কেন্দ্ৰগুলির ওপর বাড়তি চাপের বোঝা কমাতে এনআরসি কর্তৃপক্ষ অনলাইনে নাম সংশোধনের জন্য প্ৰয়োজনীয় পোর্টেল www.nrcassam.nic.in-এর পর্যাপ্ত ব্যবস্থা করছে। অফলাইনে নাম সংশোধন করতে হলে সংশ্লিষ্ট এনআরসি সেবাকেন্দ্ৰ থেকে ফর্ম সংগ্ৰহের পর তা পূরণ করে ওই কেন্দ্ৰেই ফের জমা দিতে হবে। তবে নাম সংশোধনের শেষ তারিখ কবে সে সম্পর্কে কোনও কিছু ঘোষণা করেননি এনআরসি কর্তৃপক্ষ। নাম সংশোধনের শেষ তারিখ বিজ্ঞাপনের মাধ্যমে পরে জানাবেন এনআরসি কর্তৃপক্ষ। তবে এনআরসি কর্তৃপক্ষ নাম সংশোধনে অনলাইনেই বেশি গুরুত্ব দিতে চাইছেন। চুড়ান্ত এনআরসি যাতে নির্ভুল হয় তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওদিকে এনআরসিতে নাম আন্তর্ভুক্তি নিয়ে দাবি ও ওজর আপত্তি জানানোর পর্ব ২০১৮-এর ১৫ ডিসেম্বর অবধি চলবে। নতুন করে যারা দাবি ও ওজর আপত্তি জানাচ্ছেন তাদের বিষয়গুলি নিয়ে ২০১৯-এর ১ ফেব্ৰুয়ারি থেকে শুনানির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হবে।