নয়াদিল্লিঃ জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খচড়া প্ৰকাশ নিয়ে দিল্লি সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে দিশপুরকে। এনআরসি ছুটদের ওজর-আপত্তি জানানোর পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। ওজর আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্ৰকাশ করা হবে। তাতে কারো নাম না থাকলে সেই ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। এনআরসির আবেদনকারীদের মামলাগুলি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হবে। রবিবার দিল্লিতে অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এনআরসি নিয়ে বৈঠক শেষে এক বিবৃতিতে একথা বলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং। আরও বলেন,এনআরসি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এনআরসি ছুটরা বিদেশি ট্ৰাইবুনালের দ্বারস্থ হতে পারবেন। প্ৰত্যেকে যাতে সুবিচার পান সেটা দেখা হবে। এনআরসি নবায়ন চলছে অসম চুক্তির শর্ত মেনে এবং সুপ্ৰিম কোর্ট পুরো বিষয়টি তদারক করছে। মুখ্যমন্ত্ৰী সোনোয়াল রাজ্যে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি রক্ষায় কোনওরকম বিরূপ মন্তব্য থেকে বিরত থাকতে রাজ্যবাসীর প্ৰতি আহ্বান জানান। বৈঠকে রাজ্যের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু উপস্থিত ছিলেন।
Begin typing your search above and press return to search.