এনআরসিঃ সোসিয়েল মিডিয়ার প্ৰতি তীক্ষ্ণ নজর রাখছে পুলিশঃ ডিজিপি

এনআরসিঃ সোসিয়েল মিডিয়ার প্ৰতি তীক্ষ্ণ নজর রাখছে পুলিশঃ ডিজিপি
Published on

গুয়াহাটিঃ ৩০জুন এনআরসির খসড়া প্ৰকাশকে কেন্দ্ৰ করে শান্তিশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তারজন্য সোসিয়েল মিডিয়া,সাইবারডোম স্লুথস,ফেসবুক অ্যাকাউন্ট,টুইটার অ্যাকাউন্ট ও হোয়াটসআপ গ্ৰুপের প্ৰতি তীক্ষ্ণ নজর রাখছে পুলিশ। পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া একথা জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com