গুয়াহাটিঃ ৩০জুন এনআরসির খসড়া প্ৰকাশকে কেন্দ্ৰ করে শান্তিশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তারজন্য সোসিয়েল মিডিয়া,সাইবারডোম স্লুথস,ফেসবুক অ্যাকাউন্ট,টুইটার অ্যাকাউন্ট ও হোয়াটসআপ গ্ৰুপের প্ৰতি তীক্ষ্ণ নজর রাখছে পুলিশ। পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া একথা জানান।
Begin typing your search above and press return to search.