গুয়াহাটিঃ বিদেশি ও ডি ভোটার ঘোষিতদের ভাই,বোন,পরিবারের সদস্যদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হবে না বলে এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা যে বিবৃতি দিয়েছিলেন গৌহাটি হাইকোর্ট ওই নির্দেশই বহাল রাখলো। ২৫মে হাজেলার জারি করা নির্দেশই বহাল রাখল আদালত। হাজেলা গত ২মে বিদেশি এবং ডি ভোটার ঘোষিত পরিবারের সদস্যদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত না করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছিলেন। হাজেলার ২মে-র ওই নির্দেশের বিরুদ্ধে আজিজুল হক হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন। হাইকোর্ট হাজেলার নির্দেশই বহাল রাখে।
Begin typing your search above and press return to search.