এনআরসিতে বাংলাদেশির নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে ‘প্ৰেরণার দিন’ পালন

এনআরসিতে বাংলাদেশির নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে ‘প্ৰেরণার দিন’ পালন
Published on

গুয়াহাটিঃ আসু ও কর্মচারি পরিষদ(এসএকেপি)ফের বলেছে,এনআরসি নবায়নে একজনও বাংলাদেশির নাম ঢুকতে হবে না। দুটো সংগঠন এনআরসি নবায়নের কাজে নিযুক্ত রাজ্যের ৫০ হাজার সরকারি কর্মীকে অনুপ্ৰাণিত করতে শুক্ৰবার রাজ্যজুড়ে প্ৰেরণার দিন(অনুপ্ৰেরণা দিবস) পালন করে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com