নয়াদিল্লিঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়া ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্ৰয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন(ইসি)বুধবার পরিষ্কারভাবে একথা জানিয়েছে। আগামি লোকসভা নির্বাচনের আগে চূড়ান্ত নাগরিক পঞ্জি প্ৰকাশ না হলেও ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্ৰয়োগ করতে পারবেন। প্ৰচার মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এই অভয় বাণী শোনান মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। ‘ধরুন আমার নাম এনআরসিতে নেই কিন্তু আমি যদি রিপ্ৰেজেন্টেশন অব পিপলস অ্যাক্টের শর্তগুলি পূরণ করে থাকি-তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে আমি একজন ভারতীয়। নির্দিষ্ট এলাকায় বসবাসকারী কোনও ব্যক্তির ১৮ বছর বয়স হলে তিনি একজন ভোটার হতে পারেন’-বলেন রাওয়াত। তিনি আরও বলেন,ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি এনআরসি-র সঙ্গে সংযুক্ত নয়। জানুয়ারিতেই নতুন ভোটার তালিকা প্ৰকাশ পাবে বলে তিনি জানান।
Begin typing your search above and press return to search.