Begin typing your search above and press return to search.
এনআরসি ছুটদের ভাগ্য নিয়ে আলোচনা দিশপুরের

জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়ায় যাদের নাম উঠছে না তাদের অবস্থা নিয়ে আলোচনা শুরু করেছে দিশপুর।এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশ হচ্ছে ৩০জুলাই।এনআরসি নবায়ন ও অসম চুক্তির ৬নং ধারা নিয়ে বৃহস্পতিবার ক্যাবিনেট সাবকমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ,পূর্তমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে।উপস্থিত ছিলেন মন্ত্ৰী রঞ্জিৎ দত্ত,এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা,গৃহ ও অসম চুক্তি রূপায়ণ বিভাগের কর্তারা।এনআরসি ছুটদের সম্ভাব্য অবস্থা সম্পর্কে সুপ্ৰিমকোর্টের নির্দেশিকার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
Next Story