Begin typing your search above and press return to search.

এনআরসি নবায়নঃ হাজেলার ৫টি নথি বাতিলের আর্জি খারিজ করে ১৫টি নথিকে মান্যতা দিল সুপ্ৰিমকোর্ট

এনআরসি নবায়নঃ হাজেলার ৫টি নথি বাতিলের আর্জি খারিজ করে ১৫টি নথিকে মান্যতা দিল সুপ্ৰিমকোর্ট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Nov 2018 12:07 PM GMT

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জিতে ফের আবেদনের জন্য আগের ১৫টি নথিকেই মান্যতা দিল সুপ্ৰিমকোর্ট। অসম জাতীয় নাগরিক পঞ্জির সমন্বয়ক প্ৰতীক হাজেলা এনআরসি-র সম্পূর্ণ তালিকা থেকে নাম ছুটদের ফের আবেদনের জন্য পাঁচটি নথি বাতিল করার যে আবেদন জানিয়েছিলেন,শীর্ষ আদালত বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে। সুপ্ৰিমকোর্টের এই নির্দেশে হাজেলার আবেদন নস্যাৎ করে দেওয়া হলো। একই সঙ্গে সর্বোচ্চ আদালত এনআরসি থেকে নাম ছুটদের দাবি ও ওজর আপত্তি জানানোর জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর ধার্য করেছে। সুপ্ৰিমকোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ পূর্বের অনুমোদিত দশটি সহ হাজেলার ৫টি নথি বাতিলের আবেদন খারিজ করে মোট ১৫টি নথিকে গ্ৰহণযোগ্য নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এর আগে দাবি ও ওজর আপত্তি জানানোর শেষ তারিখ ধার্য হয়েছিল ২৫ নভেম্বর। কিন্তু শীর্ষ আদালত আবেদনের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন এনআরসি ছুটরা।

এনআরসি ছুটদের ফের দাবি ও ওজর আপত্তি জানানোর ক্ষেত্ৰে হাজেলা যে পাঁচটি নথি বাতিল করার জন্য সুপ্ৰিমকোর্টে আবেদন জানিয়েছিলেন সেগুলি হচ্ছে ১৯৫১ সালের এনআরসি,১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত ভোটার তালিকা,নাগরিকত্বের সার্টিফিকেট,শরণার্থী রেজিস্ট্ৰেশন সার্টিফিকেট ও ১৯৭১ সালের ২৪ মার্চের আগে ইস্যু করা রেশন কার্ড। হাজেলা যুক্তি দেখিয়েছিলেন তার প্ৰস্তাবিত পাঁচটি নথি জাল হতে পারে। কিন্তু শীর্ষ আদালত পাল্টা যুক্তি দেখিয়ে বলেছে পাঁচটি নথি জাল হতে পারে সেটা হাজেলার ব্যক্তিগত ধারণা। আদালত ধারণার ওপর নির্ভর করে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। তাই শীর্ষ আদালত ১৫টি নথিকে মান্যতা দিয়ে এই নির্দেশ জারি করেছে। পূর্ণাঙ্গ এনআরসি থেকে নাম ছুট ৪০ লক্ষ মানুষ এখন ফের নতুন করে নাম অন্তর্ভুক্তির সু্যোগ পাচ্ছেন।

Next Story
সংবাদ শিরোনাম