এনআরসি নবায়নঃ ২.৫ লক্ষ দাবি ও মাত্ৰ ৮০টি আপত্তি দাখিল হয়েছে

এনআরসি নবায়নঃ ২.৫ লক্ষ দাবি ও মাত্ৰ ৮০টি আপত্তি দাখিল হয়েছে
Published on

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)কর্তৃপক্ষ এপর্যন্ত মোট ২,৫০,০০০ দাবি গ্ৰহণ করেছেন। ওদিকে বুধবার পর্যন্ত ৮০টি আপত্তি দাখিল করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে এনআরসিতে নাম ওঠানোর জন্য দাবি ও আপত্তি জানানোর পর্যায় শুরু হবার পর থেকে ইতিমধ্যেই এক মাস ১৩ দিন কেটে গেছে।

বিদেশি মুক্ত এনআরসি প্ৰস্তুত করার ক্ষেত্ৰে আপত্তির অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে সব ব্যক্তির নাম এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় উঠছে সেই সব ব্যক্তির মধ্যে কারো ভারতীয় নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে।

দাবি ও ওজর আপত্তি জানানোর প্ৰক্ৰিয়া চালানোর আরও একমাস সাতদিন হাতে রয়েছে। সুপ্ৰিমকোর্ট গত ১ নভেম্বর এনআরসি নিয়ে তাদের শেষ শুনানিকালে দাবি ও ওজর আপত্তি জানানোর সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত ধার্য করে। উল্লেখ করা যেতে পারে,১৫ ডিসেম্বরের পর দাবি ও ওজর আপত্তি জানানোর কোনও আবেদন এনআরসি কর্তৃপক্ষ গ্ৰহণ করবে না।

২০১৯-এর ১ ফেব্ৰুয়ারি থেকে দাবি ও ওজর আপত্তির বিষয়গুলি পরীক্ষার কাজ শুরু হবে। এর আগে অবশ্যে আবেদনকারীদের নির্দিষ্ট শুনানির দিন উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠানো হবে। এনআরসি-র সম্পূর্ণ খসড়া প্ৰকাশিত হয়েছিল গত ৩০ জুলাই। মোট ৩,২৯,৯১,৩৮৫ জন আবেদনকারীর মধ্যে ৪০,০৭,৭১৭ জন আবেদনকারীর আবেদন অযোগ্য বলে বিবেচিত হয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com