Begin typing your search above and press return to search.

এনআরসি নবায়নঃ ২.৫ লক্ষ দাবি ও মাত্ৰ ৮০টি আপত্তি দাখিল হয়েছে

এনআরসি নবায়নঃ ২.৫ লক্ষ দাবি ও মাত্ৰ ৮০টি আপত্তি দাখিল হয়েছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 Nov 2018 1:04 PM GMT

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)কর্তৃপক্ষ এপর্যন্ত মোট ২,৫০,০০০ দাবি গ্ৰহণ করেছেন। ওদিকে বুধবার পর্যন্ত ৮০টি আপত্তি দাখিল করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে এনআরসিতে নাম ওঠানোর জন্য দাবি ও আপত্তি জানানোর পর্যায় শুরু হবার পর থেকে ইতিমধ্যেই এক মাস ১৩ দিন কেটে গেছে।

বিদেশি মুক্ত এনআরসি প্ৰস্তুত করার ক্ষেত্ৰে আপত্তির অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে সব ব্যক্তির নাম এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় উঠছে সেই সব ব্যক্তির মধ্যে কারো ভারতীয় নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে।

দাবি ও ওজর আপত্তি জানানোর প্ৰক্ৰিয়া চালানোর আরও একমাস সাতদিন হাতে রয়েছে। সুপ্ৰিমকোর্ট গত ১ নভেম্বর এনআরসি নিয়ে তাদের শেষ শুনানিকালে দাবি ও ওজর আপত্তি জানানোর সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত ধার্য করে। উল্লেখ করা যেতে পারে,১৫ ডিসেম্বরের পর দাবি ও ওজর আপত্তি জানানোর কোনও আবেদন এনআরসি কর্তৃপক্ষ গ্ৰহণ করবে না।

২০১৯-এর ১ ফেব্ৰুয়ারি থেকে দাবি ও ওজর আপত্তির বিষয়গুলি পরীক্ষার কাজ শুরু হবে। এর আগে অবশ্যে আবেদনকারীদের নির্দিষ্ট শুনানির দিন উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠানো হবে। এনআরসি-র সম্পূর্ণ খসড়া প্ৰকাশিত হয়েছিল গত ৩০ জুলাই। মোট ৩,২৯,৯১,৩৮৫ জন আবেদনকারীর মধ্যে ৪০,০৭,৭১৭ জন আবেদনকারীর আবেদন অযোগ্য বলে বিবেচিত হয়েছিল।

Next Story