নয়াদিল্লিঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জি নবায়ন(এনআরসি)প্ৰক্ৰিয়ার বিরুদ্ধে বিরোধীদের প্ৰতিবাদ অব্যাহত রয়েছে। সম্মিলিত বিরোধীদের একটি প্ৰতিনিধিদল এনআরসি থেকে কোনও প্ৰকৃত ভারতীয় নাগরিকের নাম যাতে বাদ না পড়ে তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের কাছে আর্জি জানিয়েছে।
‘এনআরসি-র তালিকা থেকে কোনও একজন ভারতীয়র নাম যাতে বাদ না পড়ে তার জন্য আমরা রাষ্ট্ৰপতিকে অনুরোধ করেছি’-বলেন তৃণমূল কংগ্ৰেস নেতা সূদীপ বন্দ্যোপাধ্যায়। বিরোধী প্ৰতিনিধিদলে শামিল রয়েছে কংগ্ৰেস,টিএমসি এবং বাম দলগুলি।
রাষ্ট্ৰপতির কাছে পেশ করা এক স্মারকপত্ৰে বিরোধী নেতারা অভিযোগ করেন ‘সরকার দেশের গণতন্ত্ৰ ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে খাটো করছে’। তাদের আরও অভিযোগ, ‘এনআরসি-র খসড়া থেকে ৪০ লক্ষ ভারতীয়র নাম ছেটে ফেলা তারই পরিণতি’।
বিরোধীরা আরও অভিযোগ করেন এনআরসি নিয়ে সরকার সুপ্ৰিমকোর্টের বিরুদ্ধে বিভ্ৰান্তিকর বিবৃতি দিচ্ছে। ‘এনআরসি থেকে যে ৪০ লক্ষাধিক ভারতীয় নাগরিকের নাম বাদ পড়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন অসমিয়া,বাঙালি,রাজস্থানী,মারোয়াড়ি,বিহারি,গোর্খা,পাঞ্জাবি,উত্তর প্ৰদেশ,দক্ষিণী রাজ্যের মানুষ ও উপজাতিরা’-বলেছেন প্ৰতিনিধিরা।