Begin typing your search above and press return to search.

এনআরসি নবায়ন ও নির্বাচনের কাজ একই সঙ্গে চলবে

এনআরসি নবায়ন ও নির্বাচনের কাজ একই সঙ্গে চলবে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 March 2019 10:11 AM GMT

গুয়াহাটিঃ ২০১৯-এর লোকসভা নির্বাচন এবং রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন প্ৰক্ৰিয়ার কাজ একই সঙ্গে চালিয়ে যাওয়া হবে। রাজ্যে সরকারের যে সব আধিকারিক এনআরসির কাজে জড়িত রয়েছেন তারা নির্বাচনী ডিউটি থেকে মুক্ত থাকছেন। রাজ্য নির্বাচন বিভাগ এবং এনআরসি কর্তৃপক্ষ এব্যাপারে ইতিমধ্যেই একটা রোড ম্যাপ প্ৰস্তুত করেছেন।

এনআরসিতে দাবি ও ওজর আপত্তি প্ৰক্ৰিয়া নিয়ে গত ১৫ ফেব্ৰুয়ারি থেকে শুনানি শুরু হয়েছে। গত ১ মার্চ থেকে একাজ জোর কদমে চালিয়ে যাওয়া হচ্ছে।

সুপ্ৰিমকোর্টের নির্দেশিকা অনু্যায়ী রাজ্য সরকার ৩,৪৫৭ জন অফিসারকে এনআরসির কাজ চালানোর জন্য নিয়োগ করেছে। সুপ্ৰিমকোর্ট সাম্প্ৰতিক এক নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নির্বাচনের কাজ থাকলেও এনআরসি-র কাজে যাতে কোনওভাবেই ব্যাঘাত না জন্মায়। কোর্ট এটাও স্পষ্ট করে দিয়েছে এনআরসি-র কাজে জড়িত আধিকারিকদের কোনওভাবেই যেন নির্বাচনের কাজে জড়ানো না হয়। এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য ৩৬.২ লক্ষ দাবিপত্ৰএবং ২ লক্ষ আপত্তি জমা পড়েছে। চূড়ান্ত এনআরসি প্ৰকাশ হবে আগামি ৩১ জুলাই।

দাবি ও আপত্তির শুনানি পর্ব আগামি যে মাসের শেষাশেষি অথবা মাঝামাঝি সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। একাজ সম্পূর্ণ হবার পরই এনআরসি কর্তৃপক্ষ পরবর্তী কাজে হাত দেবে।

Next Story
সংবাদ শিরোনাম