এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়াকে ভেস্তে দেওয়ার ষড়যন্ত্ৰ চলছেঃ আমসু

জাতীয় নাগরিক পঞ্জি নবায়ন প্ৰক্ৰিয়া নিয়ে ফের মুখ খুললেন সারা অসম ছাত্ৰ ইউনিয়নের(আমসু)নেতৃত্বে। শনিবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন ডেকে আমসু-র উপদেষ্টা আজিজুর রহমান ও সভাপতি রেজাউল করিম সরকার বলেন, এনআরসি-র নিয়ম অনু্যায়ী দাবি ও আপত্তি বিধিগত প্ৰক্ৰিয়া। সম্পূর্ণ খসড়া তালিকায় যদি কোনও বইধ নাগরিকের নাম অন্তর্ভূক্ত হয়নি তাহলে নিয়ম অনু্যায়ী দাবি ও আবেদন করতে পারবেন।
সমান্তরালভাবে কোনও অবৈধ বিদেশির নাম অর্থাৎ ১৯৭১ সালের ২৫ মার্চের পর অসমে প্ৰবেশ করা কোনও ব্যক্তির নাম যদি এনআরসি খসড়ায় অন্তর্ভূক্ত হয়েছে তাহলে এর বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকার সবারেই রয়েছে। এক্ষেত্ৰে সবার সাথে একমতপোষণ করে আমসুর নেতৃত্ব বলেন,বিদেশিমুক্ত এবং একটি স্বচ্ছ ও শুদ্ধ এনস্ৰসি প্ৰস্তুতের পক্ষে আমসু সর্বোদা আছে। কিন্তু এই প্ৰক্ৰিয়ার মাধ্যমে কোনও প্ৰকৃত ভারতীয় নাগরিককে হয়রানি করাটা মানবে না আমসু।
তাঁদের কথায় গত ৩১ ডিসেম্বর দাবি ও আপত্তির শেষ সময়সীমা ছিল যদিও এনিয়ে অনেক তাল বাহান দেকা যাবে। রাতারাতই পরে গেল প্ৰায় তিন লক্ষাধিক আপত্তি। এতে বোঝা যাচ্ছে যে জাতীয় নাগরিকপঞ্জি নবায়ন প্ৰক্ৰিয়াকে ভেস্তে দিতে চাইছে একাংশ ষড়যন্ত্ৰকারী। টার্গেট করে নেওয়া হচ্ছে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুকে।