সংবাদ শিরোনাম
এনআরসি নিয়ে বৈঠক অসম গণ পরিষদের
গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)খসড়া প্ৰকাশের পরবর্তী পরিস্থিতির প্ৰতি তীক্ষ্ণ নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে অসম গণ পরিষদ(অগপ)। বৃহস্পতিবার বিধানসভা সচিবালয়ে অগপ বিধান পরিষদীয় দল ও দলীয় নেতাদের মধ্যে এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,নাগরিক পঞ্জি প্ৰকাশের পরও দল নাগরিকত্ব বিল ২০১৬-র বিরুদ্ধে প্ৰতিবাদ অবাহত রাখবে। আসন্ন পঞ্চায়তে নির্বাচনে দল একা লড়ার সম্ভাবনার বিষয়টিও বৈঠকে খতিয়ে দেখা হয়।