এনআরসি নিয়ে রাজনাথকে স্মারকপত্ৰ রাজ্য বিজেপি প্ৰতিনিধিদলের

এনআরসি নিয়ে রাজনাথকে স্মারকপত্ৰ রাজ্য বিজেপি প্ৰতিনিধিদলের

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)সম্পূর্ণ খসড়া প্ৰকাশিত হওয়ার পর বিজেপি-র রাজ্য শাখার উপসভাপতি মনোজ রাম ফুকনের নেতৃত্বে একটি প্ৰতিনিধিদল শনিবার এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলার সঙ্গে দেখা করে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের উদ্দেশে একটি স্মারকপত্ৰ তাঁর হাতে তুলে দেন।

স্মারকপত্ৰে বিজেপি প্ৰতিনিধিরা একজনও বিদেশির নাম যাতে চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্ত না হয় এবং কোনও প্ৰকৃত ভারতীয়র নাম যাতে বাদ না পড়ে তা দেখার আর্জি জানান। স্মারকপত্ৰে উল্লেখ করা হয়েছে,এনআরসির সম্পূর্ণ খসড়ায় ২.৮৯ লক্ষ লোকের নাম ঢুকছে এবং বাদ পড়েছে ৪০.৭ লক্ষের নাম।

তবে দ্বিতীয় দফার খসড়ায় বহু প্ৰকৃত ভারতীয়র নাম অন্তর্ভুক্ত হয়নি। আবার বেশকিছু বিদেশির নাম ঢুকেছে। প্ৰতিনিধিদলটি ন্যায় বিচারের স্বার্থে এব্যাপারে যথোচিত ব্যবস্থা গ্ৰহণ করতে স্মারকলিপির মাধ্যমে স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর কাছে আর্জি জানিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com