জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে কোনও প্ৰকৃত ভারতীয়র নাম বাদ পড়বে না। রাজ্য মন্ত্ৰিসভা এই আশ্বাস দিয়েছে। সোমবার এক বৈঠকে সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়। ৩০ জুলাইয়ে প্ৰকাশেয় এনআরসির পূর্ণাঙ্গ খসড়ায় নাম না থাকার আশঙ্কায় যারা ভীত তাদের আশ্বস্ত করে মন্ত্ৰিসভা বলেছে,নাম না থাকলেও ভয় নেই,ওজরআপত্তির জন্য ঢালাও সুযোগ থাকছে। তাই শঙ্কিত হওয়ার কারণ নেই। সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণ বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকরা ইউজিসি স্কেলে বেতন পাবেন। ওবিসি,এমওবিসি চাকরি প্ৰার্থীদের আবেদনের বয়স ৪৩ থেকে বাড়িয়ে ৪৭ বছর করা হয়েছে। গুয়াহাটিতে আইআইটি স্থাপনে যাদের জমি অধিগ্ৰহণ করা হয়েছিল তাদের বিকল্প পুনর্বাসনের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্ৰিসভা। অবিবাহিতা মেয়েরা আজীবন পেনশন পাবেন,যদি তাদের মৃত অভিভাবক রাজ্য সরকারের কর্মী ছিলেন।
Begin typing your search above and press return to search.