এনআরসি-র খসড়ায় অনলাইনে নাম শুধরোনোর সময় ১৫ মার্চ অবধি বাড়লো

এনআরসি-র খসড়ায় অনলাইনে নাম শুধরোনোর সময় ১৫ মার্চ অবধি বাড়লো

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)খসড়ায় অনলাইনে নাম শুধরোনোর সময় আগামি ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে অনলাইনে নাম শুদ্ধ করার সময়সীমা ২৮ ফেব্ৰুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ওদিকে অফলাইনে অর্থাৎ এনআরসি সেবা কেন্দ্ৰে গিয়ে খসড়ায় নাম শুধরোনোর সময়সীমা চলতি বছরের ৩১ জানুয়ারি উতরে গেছে। প্ৰাপ্ত খবরে জানা গেছে অনলাইনে নাম শুধরোনোর এটাই শেষ সু্যোগ। আপনি যদি এনআরসি-র খসড়ায় আপনার নামের ভুল শুধরোতে চান,তাহলে আপনাকে www.nrcassam.nic.in -এ লগ অন করতে হবে এবং ওখানেই আপনি পেয়ে যাবেন এনআরসি ড্ৰাফট কারেকশন পোর্টেল। এরপর পোর্টেলে ক্লিক করে আপনাকে আপনার মোবাইল নম্বর,অ্যাপ্লিকেশন রিসিপ্ট নম্বর(এআরএন)এবং লিগেসি ডাটা কোড দিতে হবে। এই ব্যবস্থায় নাম শুধরোনোর যাবতীয় নির্দেশিকা আপনি পেয়ে যাবেন। এরপরই আপনি আপনার নাম শুধরোতে পারবেন।

এপর্যন্ত,দশ লক্ষ আবেদনকারী অনলাইনে এনআরসি-র খসড়ায় নাম শুধরোনোর জন্য আবেদন জানিয়েছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com