বিশেষ কিছু কারণে এনআরসির চূড়ান্ত খসড়ায় ৩ লক্ষেরও বেশি লোকের নাম ঢুকছে না। এটা নিশ্চিত যে ১ লক্ষ ৭৯ হাজার ৯৩৫ জন এবং তাদের আত্মীয়দের নাম সন্দেহভাজন নাগরিক হিসেবে বাদ পড়বে।এদের মামলাগুলি বিভিন্ন এফটিতে বিচারাধীন। এছাড়াও ১.২৫ লক্ষ সন্দেহজনক ভোটারের(তাদের আত্মীয়)পিঠে ‘ডি’ ভোটারের তকমা রয়েছে। বাদ পড়ছেন তারাও। এবিষয়ে সুপ্ৰিমকোর্ট ও গৌহাটি হাইকোর্ট এনআরসি কর্তৃপক্ষকে অনুমোদনও দিয়েছে। ভুলবশত প্ৰথম খসড়ায় অন্তর্ভুক্ত ১.৫০ লক্ষ লোকের নামও ৩০ জুলাইয়ে প্ৰকাশেয় চূড়ান্ত খসড়া থেকে বাদ যাচ্ছে।
Begin typing your search above and press return to search.